দেশের নাম সরকারি ভাবে বদলে 'ভারত' (Bharat) করার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার দিল্লিতে জি ২০ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের (G20 Summit 2023) আগে রাষ্ট্রপ্রধানদের পাঠানো নৈশভোজের আমন্ত্রণ পথ সেই আশঙ্কায় সিলমোহর দিয়েছে। মোদী সরকারের দেশের নাম বদলের এই তোড়জোড়ের কড়া ভাষায় নিন্দা করছে বিরোধীরা। এদিন কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'আজ তারা (কেন্দ্র সরকার) দেশের নাম বদলে দিচ্ছে'। জি২০ আমন্ত্রণ পত্রের উল্লেখ করে তৃণমূল নেত্রীর দাবি, 'জি২০-র নৈশভোজের আমন্ত্রন পত্রে লেখা রয়েছে 'ভারত'। ভারত তো আমরা এমনিতেই বলি, এতে নতুন কী রয়েছে। ইংরাজিতে ইন্ডিয়া, হিন্দিতে ভারত। ইন্ডিয়া নামে সারা বিশ্ব আমাদের চেনে। হঠাৎ এমন কী হল যে দেশের নাম বদলে দিতে হচ্ছে। কোনদিন হয়তো রবি ঠাকুরের নাম বদলে যাবে। ইতিহাস পরিবর্তন করে দিচ্ছে'।
মঙ্গলবার জি ২০ শীর্ষ সম্মেলনে যোগদানকারী রাষ্ট্রপ্রধানদের আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্রে চোখে পড়ে দেশের নামের পরিবর্তন। ইংরাজি হরফে তাতে বড়বড় করে লেখা 'ভারতের রাষ্ট্রপতি' (President Of Bharat)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৯ সেপ্টেম্বর নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে যোগদানকারী রাষ্ট্রপ্রধান এবং মুখ্যমন্ত্রীদের এই পত্র পাঠিয়েছেন। আর সেই আমন্ত্রণপত্রে জ্বলজ্বল করছে 'ভারতের রাষ্ট্রপতি' লেখাটি। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।
রাজনৈতিক মহল সূত্রে খবর, সংসদের বিশেষ অধিবেশনে মোদী সরকার ইন্ডিয়া নাম বদলে 'ভারত' রাখার প্রস্তাব পাস করাতে পারে। বিজেপি বিরোধী জোটের 'ইন্ডিয়া' নামকরণ নিয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছেন প্রধানমন্ত্রী নরেদ্র মোদী (Narendra Modi)। বিজেপির 'ইন্ডিয়া' অ্যালার্জি এবার খাতায় কলমে প্রকাশ পেতে শুরু করেছে। দেশের নামই এবার বদলে 'ভারত' করতে উদ্যোগী কেন্দ্র।