কলকাতা, ৩০ মে: 'আপনার ভুঁড়ি যেভাবে বাড়ছে...', এভাবেই ঝালদা পুরসভার চেয়ারম্যানের উদ্দেশ্যে একাধিক পরামর্শ দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সোমবার পুরুলিয়ায় (Purulia) প্রশাসনিক বৈঠকে হাজির ঝালদা পুরসভার চেয়ারম্যানের ভুঁড়ি দেখে কার্যত অবাক হয়ে যান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পুরসভার চেয়ারম্যান প্রতিদিন কী কী খান প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। যার জবাবে প্রতিদিন সকালে 'পকোড়ি' খান বলে মুখ্যমন্ত্রীকে জানান ঝালদা পুরসভার চেয়ারম্যান। যা শুনে ঝালদা পুরসভার চেয়াপরম্যানকে পকোড়া না খাওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এসবের পাশাপাশি ঝালদা পুরসভার ১২৫ কেজির চেয়ারম্যান সুরেশ আগরওয়াল প্রতিদিন হাটাহাটি করেন কি না, সেই প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী। হাটাহাটির পাশাপাশি সুরেশ আগরওয়াল যাতে ব্যায়াম করেন, শারীরিক কসরৎ করেন, সে বিষয়েও পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Sidhu Moosewala: সিধু মুসওয়ালার খুনের ছক দিল্লির তিহাড়ে? চূড়ান্ত গোপণীয়তায় জেলে তল্লাশি পুলিশের
“how has your MadhyaPradesh (tummy) grown so big?” CM #MamataBanerjee was caught worried about the health of her municipality leader who weighs 125 kgs yet admittedly eats pakoras every morning. The conversation is hilarious. The chairman tried hard to prove his workout abilities pic.twitter.com/hDZw3OFamQ
— Tamal Saha (@Tamal0401) May 30, 2022
এভাবে ভুঁড়ি বাড়তে শুরু করলে যে কোনওধিন আপনি 'ব্লক' করে যাবেন মনে হচ্ছে বলে সুরেশ আগরওয়ালকে সতর্ক করতে শোনা যায় মুখ্যমন্ত্রীক।