বেশ কয়েকমাস ধরেই দলের সাইডলাইনে পড়ে গিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সুকান্ত মজুমদারের জমানায় নিজেকে খড়গপুরের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিলেন নিজেকে। রাজ্য সভাপতি পদে শমীক ভট্টাচার্য আসার পরেও অবস্থানের কোনও বদল হয়নি। রাজ্য বিজেপির পার্টি অফিসেও সেরকম ভাবে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকে। যার ফলে তাঁর দলবদলের সম্ভাবনা আরও জোড়ালো হচ্ছিল। এরমধ্যেই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দেখা গেল না তাঁকে। সূত্রের খবর, নয়াদিল্লি থেকে তাঁর ডাক এসেছিল। তাই তিনি শুক্রবার সকালেই সেখানে চলে যান। তবে এতকিছুর পরেও একটা প্রশ্ন রয়ে গিয়েছে, দল বদলাচ্ছেন দিলীপ ঘোষ?

দিল্লিতে জরুরি বৈঠক করেন দিলীপ ঘোষ

শনিবারই দিল্লি থেকে ফিরেছেন তিনি। তবে তিনি কেন দিল্লিতে গিয়েছিলেন, এই প্রশ্নে জবাবে তিনি বলেন, “প্রেসিডেন্ট আমায় ডেকেছিলেন, তাই আমি গিয়েছিলাম। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় আমাদের মধ্যে। সংগঠন, ২৬-এর নির্বাচন সহ একাধিক বিষয়ে কথাবার্তা হয়। উনি আমায় রাজ্যে ফিরে জোরদার প্রচার শুরু করতে বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ বৈঠক ছিল”। যদিও ২১ জুলাইয়ের সভা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

২১ জুলাইয়ের মঞ্চে থাকবেন দিলীপ?

তাঁর কথা অনুযায়ী, ওইদিন দিলীপ মঞ্চে থাকবেন। তবে সবটাই হবে খড়গপুরে। আসলে তৃণমূলের মঞ্চে নয়, খড়গপুরে বিজেপির হয়ে শহিদ দিবস পালন করবেন তিনি। তৃণমূলের জন্য বিজেপির ২৫০ কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের স্মৃতিতেই করা হচ্ছে এই শহিদ দিবস। আর এই মন্তব্যের মাধ্যমে আপাতত জল্পনার অবসান ঘটালেন দিলীপ ঘোষ।