কলকাতা, ১০ জুলাই: বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে রাজ্যপালের কাছে খবর নিলেন শাহ। এবার বাংলার পঞ্চায়েত নির্বাচনে বেশ সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে রাজ্যপালকে। রাজভবনের মধ্যে নিজেকে আটকে না রেখে হিংসার শিকার হওয়া মানুষদের কাছে ছুটে যান রাজ্যপাল। এদিন দিল্লিতে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সংসদ ভবনের নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে ঢোকেন বাংলার রাজ্যপাল। অমিত শাহ-র সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে আসেন সিভি আনন্দ বোস।
দিল্লিতে অমিত শাহ-র সঙ্গে দেখা করার পর বেরিয়ে এসে বাংলার রাজ্যপাল বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। সিভি আনন্দ বোস বললেন, "ভোরের আগের সময়টাই সবচেয়ে অন্ধকার হয়। তবে সেই অন্ধকারের উতস থেকেই আলো ফুটে উঠবে।" রাজ্যপাল বললেন," অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো অবশ্যই থাকবে।" আরও পড়ুন-বাংলায় পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে চার সদস্যের সত্যানুসন্ধান কমিটি বিজেপির, রবিশঙ্কর প্রসাদদের রিপোর্টের অপেক্ষায় নাড্ডা
দেখুন ভিডিয়ো
VIDEO | "The darkest hour is just before dawn. There will be light at the end of the tunnel," says West Bengal Governor CV Ananda Bose after meeting Union Home Minister Amit Shah in Delhi. pic.twitter.com/hFhw6LvQUR
— Press Trust of India (@PTI_News) July 10, 2023
রাজ্যের বিভিন্ন অংশে পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা ঘটে। পঞ্চায়েত নির্বাচনে ১৮ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। পঞ্চায়েতের হিংসা এবার আদালতে উঠল। গত বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার ও বিএসএফ ইন্সপেক্টর জেনারেল এস.সি বুদাকোটির কাছে আলাদা রিপোর্ট চেয়ে পাঠাল।