BJP constitutes a four member fact finding committee: বাংলায় পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে সত্যানুসন্ধান কমিটি গঠন করল বিজেপি (BJP)। বাংলায় পঞ্চায়েত ভোটে হিংসায় মৃত্যু ১৮-তে গিয়ে দাঁড়িয়েছে। আর বাংলার গ্রামীণ ভোটে হিংসা নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গড়া চার সদস্যের কমিটিতে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং, শিলচরের সাংসদ রাজদীপ রায় ও দলের জাতীয় সহ সভাপতি রেখা ভর্মা। চলতি সপ্তাহেই বাংলায় আসছে বিজেপির সত্যানুসন্ধান দল। হিংসা কবলিত অঞ্চল ঘুরে দেখে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে রিপোর্ট দলের সভাপতিকে জমা দেবেন সত্যানুসন্ধান কমিটির সদস্যরা।
সাম্প্রতিককালে অবিজেপি শাসিত রাজ্যে অশান্তি বা বড় ইস্যু হলেই সেখানে সত্যানুসন্ধান কমিটি গড়ে প্রতিনিধিদল পাঠায় বিজেপি। বাংলায় বগটুই থেকে হাঁসখালি কাণ্ডে সবতেই দেখা গিয়েছে সত্যানুসন্ধান কমিটি। তৃণণূল নেতাদের দাবি, বাংলায় পঞ্চায়েত ভোটে হিংসার নেপথ্যে বিজেপি। মণিপুরে এত বড় হিংসার পরেও সেখানে কতেন বিজেপির সত্যানুসন্ধান দল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন না, সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল নেতারা। আরও পড়ুন-পঞ্চায়েত ভোটের পর দিল্লি রওনা, বিকেলে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল বোসের
দেখুন টুইট
BJP constitutes a four-member fact-finding committee to visit the violence-affected areas in West Bengal pic.twitter.com/jd2N9NTz7S
— ANI (@ANI) July 10, 2023
দু বছর আগে বিধানসভা নির্বাচনে হারের পর বাংলা নিয়ে হতাশ ছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির একের পর এক বিধায়ক, নেতাদের তৃণমূলে যোগদান নিয়েও হতাশা বাড়ছিল গেরুয়া শিবিরে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রাজ্যে পঞ্চায়েত ভোটে বড় হিংসা, রক্তস্নাত হওয়ার পর বাংলা নিয়ে নতুন করে ঝাঁপাতে চাইছে দিল্লি বিজেপি। আক্রান্ত বিজেপি কর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি, বাংলার হিংসা নিয়ে দেশজুড়ে প্রচার করতে নামছে গেরুয়া শিবির।
বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার অনুরোধ তুলেছেন বঙ্গ বিজেপির বেশ কয়েকজন জেলাস্তরের নেতা। সবার আগে রবিশঙ্কর প্রসাদদের রিপোর্টের অপেক্ষায় দিল্লি বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলার প্রচারে মোদী সরকারের উন্নয়নের মতই গুরুত্ব পাবে তৃণমূলের ভোট সন্ত্রাস। সেটা বিজেপি এখন থেকেই ঠিক করে ফেলেছে।