WB Weather Update: বাগদেবীর আরাধনায় শীতের আমেজ, মিষ্টি রোদ্দুরে জমজমাট সরস্বতী পুজো
শীত (প্রতীকী ছবি: File Photo)

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন্স ডে-তেই চড়ছিল পারদ। সোমবারও ফাল্গুনি হাওয়ায় শীতের হালকা আমেজের বদলে গরমের উপস্থিতি প্রাধান্য পেয়েছে। কলকাতায় ২০ ডিগ্রির উপরে চলে গিয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা। বাগদেবীর আরাধানায় সাতসকালে স্নান করতে গিয়ে যে শীতের কামড়ে কাঁপতে হবে না তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে সরস্বতীপুজোর সকালে আবহাওয়া একেবারে বিমুখ করেনি। হালকা ঠান্ডা পড়ায় পুজোর আয়োজন বেশ জমাটিই হয়েছে।  গতবছর ও তার আগের বছরও সরস্বতী পুজোর দিন আকাশের মুখভার ছিল। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হয়। এবছরও সেই বৃষ্টির ভ্রুকুটি। তবে কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন-Farmer Buys Helicopter: কাজের সুবিধা হবে, ৩০ কোটি ব্যয়ে হেলিকপ্টার কিনলেন এই ব্যবসায়ী

অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায়। আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং-সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। এমনিতেই এবছরে শীত ভেলকি দেখিয়েছে। প্রায় বছর দশেক বাদে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের উপস্থিতি ছিল হাড় কাঁপানো। জানুয়ারিতে ঠান্ডা ও গরম পুরো মেঘ রোদ্দুরের মতো লুকোচুরিতে মেতে উঠেছিল। সংক্রান্তিতে চুটিয়ে শীত পড়লেও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে গরম পোশাক গায়ে রাখাই দায় হয়ে যায়। নভেম্বরের শেষে ঠামন ভরপুর ঠান্ডার আমেজ ডিসেম্বর্রে শুরুতে উধাও হয়ে যায়। ফের শীত ফেরে ডিসেম্বরের মাঝামাঝি। তাইতো বর্ষশেষ ও বর্ষবরণে চুটিয়ে উপভোগ করার সুযোগ পেয়েছে উৎসব মুখর বাঙালি।