প্রতীকী ছবি (Pixabay/For representational purpose only

মুম্বই, ১৬ ফেব্রুয়ারি: ব্যবসার কাজে দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে হয়। কিন্তু তাতে অনেকটা সময় নষ্ট হওয়ায় কাজেরই ক্ষতি হয় সবথেকে বেশি। তাই সময় বাঁচাতে এবার ৩০ কোটি ব্যয়ে হেলিকপ্টার কিনলেন মহারাষ্ট্রের ভিওয়ান্ডি শহরের কৃষক জনার্দন ভৈরো (Janardhan Bhoir)। জানা গিয়েছে, কৃষিকাজের পাশাপাশি সম্প্রতি ডেয়ারি ব্যবসাও শুরু করেছেন জনার্দন ভৈরো। সেকারণেই দেশের বিভিন্ন শহরে যেতে হয়। সেই যাতায়াতকে আরও মসৃণ করতেই কিনে ফেললেন হেলিকপ্টার। কাজের জন্য তাঁকে প্রায়শই পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং গুজরাটে যেতে হয়। তাইতো সময় বাঁচাতে ৩০ কোটি টাকা ব্যয়ে কিনে ফেললেন একখানা হেলিকপ্টার। আরও পড়ুন-President Ram Nath Kovind On Saraswati Puja: সরস্বতী পুজো উপলক্ষে বাংলায় শুভেচ্ছা টুইট রাষ্ট্রপতির, কী লিখলেন রামনাথ কোবিন্দ?

কেনা হয়ে গেলেও এখনও মেলেনি হেলিকপ্টার। আগামী ১৫ মার্চ তাঁর কাছে আসছে হেলিকপ্টার। জনার্দন ভৈরোর প্রায় ২.৫ একর জমি রয়েছে। সেখানেই তিনি তৈরি করাবেন হেলিপ্যাড-সহ অন্যান্য সুযোগ সুবিধা। জমির প্রান্ত বরাবর তৈরি হবে পাঁচিল। হেলিকপ্টারের জন্য থাকবে গ্যারাজও। পাশাপাশি পাইলট ও টেকনিশিয়ানদের জন্য পৃথক ঘরের ব্যবস্থাও রাখা হবে।