মিমি চক্রবর্তী (Photo Credit: Instagram)

কলকাতা, ১৫ সেপ্টেম্বর: তৃণমূল সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) রাতের কলকাতায় ‘কটূক্তি’ ট্যাক্সি চালকের (Taxi Driver)। অভিযোগ মিমিকে নিয়ে কটূক্তি করে এক ট্যাক্সি চালক। গতকাল রাতে বালিগঞ্জ ফাঁড়ির কাছে এই ঘটনা ঘটে। নিজের গাড়িতে বসেছিলেন সাংসদ। সেই সময় তাঁকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। ট্যাক্সি চালককে গ্রেফতার গড়িয়াহাট থানার পুলিশ। ট্যাক্সিটিকে আটক করা হয়েছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বালিগঞ্জ ফাঁড়ি এলাকা দিয়ে ফেরার সময়ে মিমির সঙ্গে এই ঘটনা ঘটে। হঠাৎ একটি ট্যাক্সি ক্রমাগত হর্ন বাজিয়ে মিমির গাড়িকে ওভারটেক করে। তখনই গাড়ির কাচ নামান মিমি।  জিম থেকে ফেরার সময় নিজের গাড়িতে ফিরছিলেন মিমি। তাঁকে নোংরা অঙ্গভঙ্গি করে ওই চালক। তাঁকে চোখ মারে এমনকি মদ্যপানও করছিল বলে অভিযোগ। আরও পড়ুন, আগামী নভেম্বর-ডিসেম্বরেই মানুষের নাগালে কোভিড-১৯ ভ্যাকসিন, জানালো চিন

এরপর গাড়ি থেকে নেমে ট্যাক্সিচালককে টেনে নামান। গতকাল মিমির সঙ্গে কোনও দেহরক্ষী ছিলেন না। মিমি ওই ট্যাক্সিচালককে নামিয়ে পুলিশে দেবেন বলে ধমক দেন, ততক্ষণে রাস্তায় লোক জমে যায়। তবে ট্যাক্সি নিয়ে পালিয়ে যায় চালক। এর পর গড়িয়াহাট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। লিখিত অভিযোগও দায়ের করেন। রাতেই ট্যাক্সিটিকে আটক করে চালককে গ্রেফতার করে পুলিশ।