Suvendu Adhikari (Photo Credits: ANI)

দত্তপুকুর, ২৭ অগাস্টঃ রবিবার সাতসকালে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছে অনেকের। এখনও অবধি ৫ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায় আস্ত দোতলা বাড়ি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। বিস্ফোরণের প্রভাব এতটাই বেশি ছিল যে আশেপাশের ১০০টির কাছাকাছি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গত মে মাসেই পূর্ব মেদিনীপুরের এগরায় এক অবৈধ বাজি কারখানা বিস্ফোরণের পরে তিন মাস পার হতেই ফের দত্তপুকুরে একই ঘটনা। রাজ্যে একের পর এক অবৈধ বাজি কারখানা বিস্ফোরণে মুখ্যমন্ত্রীর চরম ব্যর্থতা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দায় বলেন, 'শুধু এই কারখানা নয়, পুরো রাজ্যেই এমন বিস্ফোরণের পরিবেশ রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই সমস্ত অবৈধ কারখানাগুলি বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এখন তিনি চোরদের রক্ষা করতে ব্যস্ত'। গত সোমবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম–মোয়াজ্জেমদের সম্মেলনে হাজির ছিলেন মমতা। সেই প্রসঙ্গ টেনে বিজেপি নেতা আরও বলেন, 'তার (মুখ্যমন্ত্রী) কাজ হল রাজ্যের ইমামদের সঙ্গে সভা করা এবং সাম্প্রদায়িকতার তাস খেলা'।

রবিবার সকালে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরের নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোষপোল পশ্চিমপাড়া অঞ্চল এক বিকট শব্দে কেঁপে ওঠে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু স্থানীয়রা পুলিশ দেখা মাত্রই বিক্ষোভ শুরু করে। পুলিশকে ঘিরে তাঁরা অভিযোগ জানায়, প্রশাসনের 'সমর্থনে' ওই এলাকায় বেআইনিভাবে বাজি কারখানা তৈরি হয়েছিল।  স্থানীয়দের আরও অভিযোগ, পুলিশের পাশাপাশি স্থানীয় নেতারাও যুক্ত রয়েছে এই বেআইনি বাজি তৈরির কর্মকাণ্ডে।