কলকাতা, ১৫ ডিসেম্বর: শনিবারই বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগেই ছেড়েছিলেন মন্ত্রিত্বের পদ। আগামিকাল বিধায়কের পদও ছাড়ার সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, ১৭ ডিসেম্বর দিল্লিতে যাচ্ছেন তিনি। এরপর শনিবার নিজের পূর্ব মেদিনীপুরের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেবেন শুভেন্দু।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় স্বাধীনতা সংগ্রামী তথা তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তর ১২১তম জন্মদিবস উদযাপন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন শুনে রাখুন। শুভেন্দু অধিকারী কোনও পদের লোভ করে না। আমি মন্ত্রিত্ব ছাড়ার পরও লোক আমার সভায় আসে। এই সব লোক তৃণমূল, বিজেপি, সিপিএম আনেনি।’ তবে সেই সভায় বিজেপিতে তাঁর যোগদানের কোনও খবরের ঘোষণা না করলেও, ঘনিষ্ঠ মহল সূত্র এই খবরই রয়েছে। আরও পড়ুন, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য
তিনি আরও বলেন, 'আমি অনেক লড়াইয়ের সাক্ষী। নন্দীগ্রাম, জঙ্গলমহল মিলিয়ে ১১ বার হামলা করেছে। কিন্তু জনশক্তি, যুবশক্তি, মাতৃশক্তি আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। শুভেন্দু অধিকারী কোনও পদে লোভ দেখায়নি। ভালো কাজের জন্য লড়ব। বেকারদের কর্মসংস্থানের জন্য লড়ব। কৃষকদের অধিকারের জন্য লড়ব।'