গ্রেফতার হওয়ার ঘন্টাদুয়েক পর অবশেষে লালাবাজার থেকে জামিনে ছাড়া পান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। যদিও এতক্ষণ পরেও পুলিশ স্পষ্টভাবে উত্তর দিতে পারছেন না ব্রিটিশ নাগরিক চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাজ্য সভাপতি সহ ২৫ বিজেপি নেতাকর্মীকে কেন গ্রেফতার করা হয়েছিল। এদিকে থানা থেকে বেরোনোর কিছু সময় পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন সুকান্ত। সেখানে শুক্রবারের ঘটনা তো বটেই, এমনকী বৃহস্পতিবারের ঘটনা নিয়েও শাহকে জানান তিনি।

শাহকে চিঠি সুকান্তর

গত বৃহস্পতিবার থেকে বিজেপির ডায়মন্ড হারবারে পদযাত্রায় যেভাবে হামলা চালানো হয়। সেখানে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন সুকান্ত মজুমদার। এমনকী শুক্রবার ভবানীপুরে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে গিয়ে বারংবার পুলিশি বাধা, সেই সমস্ত ঘটনাক্রম নিয়ে কেন্দ্রে চিঠি লিখলেন সুকান্ত। তাঁর দাবি, বিগত কয়েকমাসে রাজ্যের যা পরিস্থিতি, তা খতিয়ে দেখুক স্বরাষ্ট্র মন্ত্রক। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানান সুকান্ত।

সুকান্ত মজুমদারের গ্রেফতারি

প্রসঙ্গত, শুক্রবার ব্রিটিশ নাগরিক চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় এবং সুকান্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কয়েকমাস আগে যখন কেলগ কলেজ মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে গিয়েছিলেন, তখন আরজি কর ইস্যু নিয়ে তাঁর সামনে প্রতিবাদ করেন এই রজতশুভ্র সহ একাধিক প্রবাসী ভারতীয়। তাঁর সঙ্গেই এদিন দেখা করতে যাচ্ছিলেন সুকান্ত। মাঝপথে দুজনকে বাধা দিয়ে গ্রেফতার করে পুলিশ।