দিল্লি, ১৯ জুন: 'স্বাধীনতার পর থেকে ভোট পরবর্তী হিংসার এমন নিদর্শন বিরল।' গণতন্ত্রে বিশ্বাস রেখে এই ধরনের ভোট পরবর্তী হিংসার ঘটনা থামানো হোক। এমনই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।
প্রসঙ্গত, শনিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তাঁদের দুজনের মধ্যে কী কী বিষয় নিয়ে কথা হয়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
This is an occasion for us to believe in democracy, constitution, rule of law. I appeal to bureaucracy & police to confine to their code of conduct & regulations. Such kind of post-poll violence is worst seen since independence: West Bengal Governor Jagdeep Dhankhar in Delhi pic.twitter.com/y5lGhvD9eu
— ANI (@ANI) June 19, 2021
আরও পড়ুন: Subhashree Ganguly: বিয়ের কয়েকদিনের মধ্যেই গ্রেফতার শুভশ্রীর জামাইবাবু
গত মঙ্গলবার দিল্লি যান পশ্চিমবঙ্গের (West Bengal Governor) রাজ্যপাল। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ভোট পরবর্তী হিংসার জেরে রাজ্যের বহু জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ করেন রাজ্যপাল। দিল্লি (Delhi) যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে চিঠি পাঠান জগদীপ ধনখড়। রাজ্যপালের চিঠির প্রত্যুত্তরে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও পাঠানো হয় পালটা চিঠি। যা নিয়ে ফের রাজ্য, রাজ্যপাল সংঘাত শুরু হয়ে যায় একপ্রস্থ।