Subrata Mukherjee Hospitalised: মদন শোভনের পর এবার অসুস্থ সুব্রত মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
সুব্রত মুখার্জি (Photo Credits: Facebook)

কলকাতা, ১৮ মে: শোভন চট্টোপাধ্যায় মদন মিত্রর পর এবার হাসপাতালে ভর্তি হলেন নারদা মামলায় অভিযুক্ত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)৷ ভোররাতে যখন শ্বাসকষ্ট হওয়ায় মদন ও শোভনকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছিল৷ তখনও পরীক্ষার জন্য হাসপাতালে আসেন সুব্রতবাবু৷ তবে পরীক্ষা না করিয়েই তাঁকে প্রসিডেন্সি জেলে ফেরত পাঠানো হয়েছিল৷ এদিন সকাল দশটা নাগাদ ফের সুব্রত মুখোপাধ্যায়কে এসএসকেএমে পরীক্ষার জন্য আনা হলে দেখা যায় তাঁরও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে৷ সঙ্গে সঙ্গেই তাঁকে ভর্তি করে নেওয়া হয়৷ এখন হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০২ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়৷ খবর পেয়েই এসএসকেএমে এসেছেন তাঁর স্ত্রী৷ মন্ত্রীর বুকে এক্সরে হয়েছে৷ হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মন্ডলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি৷  আরও পড়ুন-Cyclone Tauktae Hit Mumbai: ঘূর্ণিঝড় তকতের দাপটে বিধ্বস্ত মুম্বই, দেখুন ছবি

অন্যদিকে উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে রয়েছেন মদন মিত্র৷ ১০৪ নম্বরে আছেন শোভন চট্টোপাধ্যায়৷ গতকালই রাজ্যের এক বিধায়ক দুই মন্ত্রীকে সিবিআই বাড়ি থেকে গ্রেপ্তার করে৷ বাদ যাননি শোভনও৷ দিনভর নিজাম প্যালেসে আটকে রাখার পর বিশেষ আদালত তাঁদের জামিন মঞ্জুর করে৷   তবে কলকাতা হাইকোর্টে সেই জামিনের উপরে স্থগিতাদেশ জারি করলে আগামী বুধবার পর্যন্ত চারজনকেই প্রেসিডেন্সি জেলে থাকতে হবে৷ রাত একটা বেজে ১০ মিনিটে যখন নিজাম প্যালেস থেকে এই মদন, সুব্রত ফিরহাদ হাকিম ও শোভনকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কলকাতার প্রাক্তন মেয়র প্রায় কান্না জড়ানো গলায় জানান, কলকাতার মানুষ বাঁচানোর কাজ তাঁকে করতে দেওয়া হল না৷