জুনিয়র ডাক্তারদের সাংবাদিক সম্মেলন (ছবিঃFacebook@WBJDF)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার পর ফের বুধবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়র চিকিৎসকেরা (Junior Doctors)। এদিন সন্ধে সাড়ে ৭টার কিছুটা পরে আন্দোলনকারীদের ৩০ জনের প্রতিনিধি দলের সঙ্গে নবান্নে বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং পুলিশ কমিশনার মনোজ ভার্মা। প্রায় দুঘন্টা বৈঠক হওয়ার পর পৌনে দশটা নাগাদ শেষ হয় আলোচনা। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনের মাধ্যমেও কথা হয় জুনিয়র চিকিৎসকদের। তবে এই বৈঠকের যা নির্যাস বেরোলো তাতে এখনই কর্মবিরতি তুলছেন না জুনিয়র চিকিৎসকরা। তবে অন্যদিকে আপাতত দুই দফা দাবিতে সায় রাজ্য সরকারের।

এদিন আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়, সরকারের তরফ থেকে লিখিত প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত স্বাস্থ্যভবনের সামনে কর্মবিরতি চালিয়ে যাবেন তাঁরা। এদিনের বৈঠকে মূলত চিকিৎসা পরিষেবার উন্নতিকরণ, চিকিৎসকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা এবং মেডিকেল কলেজে হুমকি ও ভয়ের রাজনীতির লাগাম টানার পক্ষে সায় দেয় রাজ্য সরকার। তবে তাঁদের বাদ বাকি দাবিগুলি নিয়ে এখনও ভাবনাচিন্তা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার।

যদিও রাজ্য সরকার দুটি দাবি মেনে নিলেও সেটি কার্যকর হতে এখনও সময় লাগবে বলে জানানো হয়েছে। ফলে আগামীদিনে এগুলি কবে কার্যকর হয়, আর জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন ততদিন পর্যন্ত চলে কিনা এখন সেটাই দেখার।