সুপ্রিম কোর্টের কলমের এক খোঁচায় চাকরিহারা হলেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। তাঁদের ভবিষ্যৎ কী হবে, এখনই এই বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। এই অবস্থায় বৃহস্পতিবারই যোগ্য বঞ্চিতদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার কথায় কথায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গলাতেও শোনা গেল সেই সুর। তাঁর মতে, মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন। উনি বিষয়টি দেখবেন। সেই সঙ্গে তিনিও মানবিক ও রাজনৈতিক ভআবে পাশে থাকবেন বলে ভরসা দিলেন।
সেই সঙ্গে এসএসসি বিষয়েও মুখ খোলেন ব্রাত্য। তিনি বলেছেন, "এসএসসি কোনও সাহায্য চাইলে তাঁরা আইনি পরামর্শ নিয়ে সাহায্য করবেন। হটকারি কোনও সিদ্ধান্ত তিনি নেবেন না। আইনি প্রক্রিয়া নিয়েও যদি কোনও সাহায্য চায়, তাহলেও তা করা হবে, তবে সেটাও আইনসম্মত ভাবেই হবে। যেসব যোগ্যদের চাকরি গিয়েছে তাঁদের একটাই কথা বলব, দয়া করে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন, উনি ঠিক কোনও উপায় বের করবেন"।
প্রসঙ্গত, বৃহস্পতিবার এসএসসি দুর্নীতিকাণ্ডে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষকের। তাঁদের মধ্যে ২৫ হাজার ৭৫২ জন যোগ্যের চাকরি গিয়েছে বলে খবর। এই অবস্থায় ব্রাত্য বলেন, "অনেকেই বলছেন যে যোগ্য, অযোগ্যদের এসএসসি ভাগ করতে পারেননি। যদি ভাগ না করতে পারতেন, তাহলে এই পরিসংখ্যান এল কোথা থেকে। আসলে সুপ্রিম কোর্ট সম্ভবত এই পরিসংখ্যানে সন্তুষ্ট হতে পারেননি। তাই পুরো প্যানেল বাতিল করেছে"।