Anubrata Mandal: অনুব্রত মণ্ডলকে নিয়ে হাসপাতালের পথে সিবিআই
Anubrata Mandal (Photo Credit: Facebook)

কলকাতা, ১৬ অগাস্ট:  হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে। স্বাস্থ্য পরীক্ষার জন্যই অনুব্রতকে (Anubrata Mandal) নিয়ে কমান্ড হাসপাতালের পথে রওনা দেয় সিবিআই। গ্রেফতারির পর থেকে আলিপুর কমান্ড হাসপাতালেই চলছে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যের তদারকি।

গরু পাচার মামলায় সম্প্রতি গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেসের বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। বোলপুরের নীচুপট্টির বাড়িতে প্রবেশ করে, সেখান থেকে গ্রেফতার করা হয় অনুব্রতকে। গ্রেফতারির পর আগামী ২০ অগাস্ট পর্যন্ত অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। সেই অনুযায়ী, অনুব্রতকে কলকাতায় নিজাম প্যালেসে সিবআই দফতরে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: Har Ghar Tiranga: মোদীর 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচিতে ৫০০ কোটির ব্যবসা, পতাকা বিক্রি ৩০ কোটি

নিজাম প্যালেসের ১৫ তলাতেই আপাতত রয়েছেন অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসেই চলছে জিজ্ঞাসাবাদ। এদিকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তাঁর পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা শুনে আশ্বস্ত তৃণমূল কংগ্রেস নেতা। এমনই জানান অনুব্রত মণ্ডলের আইনজীবী।