Indian National Flag (Wikipedia Commons)

দিল্লি, ১৬ অগাস্ট: স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে হর ঘর তেরঙ্গা (Tiranga) কর্মসূচির ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) হর ঘর তেরঙ্গা কর্মসূচির ডাকে ৫০০ কোটির ব্যবসা হয়েছে। তেরঙ্গা বিক্রি হয়েছে প্রায় ৩০ কোটি। এমনই জানাল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া টেডার্স।

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া টেডার্স-এর তরফে জানানো হয়, গত ১৫ দিনে দেশের বভিন্ন প্রান্তে তেরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করা হয়। গোটা দেশ জুড়ে প্রায় ৩ হাজার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলে জাতীয় পতাকার বিক্রি বাড়ে চড়চড়িয়ে। যার জেরে ৩০ কোটি জাতীয় পতাকা বিক্রি হয় গত কয়েক দিনে। ফলে গোটা দেশ জুড়ে ৫০০ কোটির ব্যবসা হয়েছে বলে জানানো হয় সংশ্লিষ্ট সংগঠনের তরফে।

আরও পড়ুন: Raju Srivastava: রাজু শ্রীবাস্তব কি এখনও ভেন্টিলেশনে? কেমন আছেন জনপ্রিয় কৌতুক শিল্পী

প্রসঙ্গত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তেরঙ্গা যাত্রার পাশাপাশি হর ঘর তেরঙ্গা কর্মসূচিও নেওয়া হয়।  ফলে গোটা দেশের মানুষ কার্যত উৎসবমুখর হয়ে স্বাধীনতা দিবস পালন করেন।  নিজেদের সোশ্যাল মিডিয়ার ডিপিতে আটকে দেন তেরঙ্গা।  সবকিছু মিলিয়ে এবারের ৭৫তম স্বাধীনতা দিবসে একেবারে অন্যরূপ দেখা যায় গোটা দেশ জুড়ে।