কলকাতা, ৫ অগাস্ট: অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) প্রাণ সংশয়ের ভয় রয়েছে। সেই কারণে অর্পিতা মুখোপাধ্যায়কে প্রথম শ্রেণির কয়েদি হিসেবে রাখা হোক জেলে। এমনই আবেদন করলেন মডেল, অভিনেত্রীর আইনজীবী। অর্পিতাকে জেলে যে খাবার বা জল দেওয়া হবে, তা যেন প্রথমে পরীক্ষা করা হয়, তারপর দেওয়া হয় বলেও আজ আবেদন জানান মডেল অভিনেত্রীর আইনজীবী। পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী তাঁর জামিনের আবেদন করেননি। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদন করা হলেও, আজ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের কোনও তাঁর আইনজীবীর তরফে কোনও আবেদনই করা হয়নি।
এদিকে পার্থ চট্টোপাধ্যায়কে আগামী ১৮ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশের প্রেক্ষিতে পার্থর হয়ে পালটা জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী।
যদিও আদালতে আজ আসা, যাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায় ক্য়ামেরার সামনে কোনও মন্তব্য করেননি। অর্পিতাকেও তচুপ থাকতে দেখা যায়। যা বলার তিনি ইডি আধিকারিকদের জানিয়েছেন বলে মন্তব্য করেন প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ এই অভিনেত্রী।