দিল্লি, ২৮ জুলাই: শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষির লেখি। মীনাক্ষী লেখি (Meenakshi Lekhi) বলেন, পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পোষ্যর নামেও রয়েছে দুটি ফ্ল্যাট। বিষয়টি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা ভাঙা উচিত বলেও মন্তব্য করেন মীনাক্ষী।
মীনাক্ষী বলেন, যাঁরা মা-মাটি-মানুষের কথা বলেন, তাঁরা শুধু চেনেন 'মানি মানি আর মানি'। মন্ত্রীর বাড়ি থেকে কাড়ি কাড়ি টাকা উদ্ধার হচ্ছে অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এ বিষয়ে চুপ করে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন মীনাক্ষী লেখি।
আরও পড়ুন: Arpita Mukherjee: 'আমার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া অর্থ পার্থ চট্টোপাধ্যায়ের', ইডিকে বললেন অর্পিতা
বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বিপুল অর্থ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে সাড়ে চার কোটির বেশি মূল্যের গয়না উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। যদিও পার্থ চট্টোপাধ্যায় এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে বৃহস্পতিবার বেলা বাড়তেই রাজ্যের মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে।