কলকাতা, ৫ অগাস্ট: ১৮ অগাস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ইডি (ED)। প্রাক্তন মন্ত্রীকে জেল হেফাজতের নির্দেশ দিতেই ফের মুখ খোলেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেন, জেলে থেকে দেখুন পার্থ চট্টোপাধ্যায় কেমন লাগে। তিনি যখন জেলে ছিলেন, তখন ষড়যন্ত্রের কথা বলেছিলেন। তবে তা কেউ মানতে চাননি। এখন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর পার্থ নিজে ষড়যন্ত্রের তত্ত্ব আওড়াচ্ছেন বলে আক্রমণ করেন কুণাল ঘোষ। পাশাপাশি তিনি যেমন সাধারণ মানুষের মত বন্দি জীবন কাটিয়েছেন, পার্থর ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হোক বলেও দাবি করেন কুণাল (Kunal Ghosh)।
এদিকে পার্থ চট্টোপাধ্যায়কে আগামী ১৮ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশের প্রেক্ষিতে পার্থর হয়ে পালটা জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী।
আরও পড়ুন: Arpita Mukherjee: খাবার, জল চেখে দেওয়া হোক, অর্পিতার প্রাণ সংশয়ের আশঙ্কায় আইনজীবী
তবে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী নিজের মক্কেলের জামিনের আবেদন করেননি। উল্টে অর্পিতার প্রাণ সংশয় হতে পারে, এই আশঙ্কায় তাঁকে যাতে প্রথম শ্রেণির বন্দি হিসেবে মান্য করা হয়, সেই আবেদন করেন অভিনেত্রীর আইনজীবী।