Partha Chatterjee And Arpita Mukherjee (Photo: Twitter)

কলকাতা, ৩ অগাস্ট: এসএসসি দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্য়ায়ের ইডি (ED) -র হেফাজত বাড়ল। ৫ অগাস্ট পর্যন্ত তাঁদের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিশেষ আদালতের বিচারক দীবন কুমার সাধু। আজ পার্থ ও অর্পিতার হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন করে ইডি। পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আরও ৪ দিন হেফাজতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্পিতা মুখোপাধ্যায়ের জন্য (Arpita Mukherjee) ৩ দিনের হেফাজত চাওয়া হয়। মক্কেলের জামিনের আবেদন করলেন না অর্পিতার আইনজীবী। বিশেষ আদালতের বিচারক জীবন কুমার সাধু মামলায় সকল পক্ষের শুনানি শেষ করে রায় দেওয়ার জন্য কিছু সময় নেন।

আজকের শুনানিতে প্রাক্তন মন্ত্রী পার্থর আইনজীবী মক্কেলের জামিনের জন্য প্রার্থনা করেছিলেন। অর্পিতার আইনজীবী জানিয়েছেন যে তাঁর মক্কেলের আর ইডি হেফাজতের প্রয়োজন নেই। যদিও ইডি-র আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন যে পার্থ চট্টোপাধ্য়ায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ হোল্ডিংয়ে বেশ কয়েকটি সংস্থা এবং সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে এবং তাদের এগুলি নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। আরও পড়ুন: Partha Chatterjee: পার্থর দিকে জুতো ছুঁড়ে বিজেপির মালব্যর কাছে 'মহিষাসুরমর্দিনী' তকমা মহিলার

রাজু আদালতে দাবি করেন যে পার্থ তদন্তে সহযোগিতা করছেন না, অন্যদিকে অর্পিতা তুলনামূলকভাবে সহযোগিতা করছেন। ইডি-র আরও যুক্তি, হেফাজতে নেওয়ার পর পার্থ হাসপাতালেই ছিলেন ২দিন। তাই পার্থকে জেরা করার যথেষ্ট সময়ই পাননি ইডি-র আধিকারিকরা।