সরকারি ভলভো বাস (হবিঃX)

কলকাতাঃ চলতি মাসেই উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। আর এরপরই ভক্তদের কথা ভেবে চালু হচ্ছে উত্তরবঙ্গ (North Bengal) থেকে সরাসরি দিঘার জগন্নাথ মন্দির যাওয়ার ভলভো বাস। মঙ্গলবার এই বাস পরিষেবা চালু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সোমবার শিলিগুড়ির বিজনেস মিট থেকে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, "উত্তরবঙ্গ থেকে দিঘা জগন্নাথ মন্দির দর্শনের সুবিধার্থে, আজ থেকে উদ্বোধন হচ্ছে কোচবিহার-দিঘা, আলিপুরদুয়ার-দিঘা, জলপাইগুড়ি-দিঘা, শিলিগুড়ি-দিঘা, রায়গঞ্জ-দিঘা এবং মালদহ-দিঘা রুটে মোট ৬টি ভলভো বাস পরিষেবার।"

উত্তরবঙ্গ থেকে সহজ হবে দিঘা যাতায়াত, বিশেষ বাস ঘোষণা করলেন মমতা

অন্যদিকে সোমবার শিলিগুড়ির বিজনেস মিটে জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ উঠলে মমতা বলেন, "উত্তরবঙ্গ থেকে দিঘার জন্য ৬ টি বাসের ব্যবস্থা করা হয়েছে। সব কটাই ভলভো, ভাল বাস। উত্তরবঙ্গের মানুষ এবার নিশ্চিন্তায় জগন্নাথ মন্দির দর্শন করে আসতে পারেন।" উল্লেখ্য, মঙ্গলবার একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। সেখানেই এই বাস পরিষেবা উদ্বোধনের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। কবে কখন কোথা থেকে এই বাস পরিষেবা মিলবে তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে উদ্বোধনের সময়ই বিস্তারিত সবটা জানাবেন তিনি। এই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে পারেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধিরা, এমনটাই অনুমান।

দিঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য বিশেষ বাসের ঘোষণা মুখ্যমন্ত্রীর