বীরভূম, ৩ মার্চ: দক্ষিণ কলকাতা-সহ আশপাশের এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে গেলেই বিজেপি নেতানেত্রী শোভন বৈশাখীকে কটাক্ষ হজম করতে হয়। ব্যক্তিগত প্রসঙ্গ টেনে এই জুটিকে খোঁচা মারতে ছাড়েন না তিনি। তবে বীরভূম কলকাতা থেকে অনেকটা দূরে। আর এখানে ভোট একেবারে অষ্টম দফায় তাই নির্বাচনী প্রচারের ক্ষেত্র হিসেবে এই কেন্দ্রকেই বেছে নিলেন শোভন বৈশাখী। মঙ্গলবার রামপুরহাটে রোড শো করতে গিয়ে অনুব্রত মন্ডলকে কুকুরে সঙ্গে তুলনা করলেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, “নবান্ন খালি করতে হবে, শুধু সময়ের অপেক্ষা। কেষ্টদার মুখের ভাষা নেড়ি কুকুরের ল্যাজের মতো। এক বার সোজা করে দেবেন, আবার বেঁকে যাবে। বীরভূমে কেষ্টদাই তৃণমূলকে কবর দেওয়ার জন্য যথেষ্ট।” আরও পড়ুন-WB Assembly Elections 2021: নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন, শিবরাত্রির দিন মনোনয়ন পেশ তৃণমূল সুপ্রিমোর
তিনি আরও বলেন, “হাজারে হাজারে মানুষ রাস্তায়। রাস্তার দু’পাশে মানুষ দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে অভিবাদন জানাচ্ছেন। আর এখান থেকেই লেখা হয়ে যাচ্ছে তৃণমূলের ভবিষ্যৎ। চলে যেতে হবে। নবান্ন খালি করে দিতে হবে। বাংলার সরকার থেকে তৃণমূলের চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আমরা ১০০ শতাংশ আশাবাদী, বাংলায় দু’শোর বেশি আসন নিয়ে সরকার গড়বে বিজেপি। বীরভূমেও সম্ভবত ১১টি আসনই পাব আমরা।” এদিন শোভন-বৈশাখী রামপুরহাটের শ্রীফলা থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত রোড শো করেন। শোভন-বৈশাখীর সবা থেকে ২০ কিলোমিটার দূরেই হাঁসনের বিষ্ণুপুর এলাকা। সেখানে মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে সভা করেন অনুব্রত মন্ডল। সেখানে শোভন চট্টোপাধ্যায়ের আক্রমণের জবাবে তিনি বলেন, “ও একটা নোংরা লোক। বাজে ছেলে। নিজের স্ত্রী-ছেলেকে দেখে না। অন্য মহিলার সঙ্গে থাকে। এ ছাড়া আর কী বলব ওর প্রসঙ্গে? এখানে অনেক মহিলা রয়েছেন না হলে এমন কথা বলতাম যে মুখ তুলে তাকাতে পারত না।”