Sourav Ganguly Health Update: কোভিড আক্রান্ত সৌরভের শরীরে বাসা বাঁধেনি ওমিক্রন, বাড়ি ফিরছেন মহারাজ
Sourav Ganguly(Photo Credits: IANS)

কলকাতা, ৩১ ডিসেম্বর: করোনায় আক্রান্ত হলেও নয়া প্রজাতি ওমিক্রন বাসা বাঁধেনি বাংলার মহারাজের শরীরে। শুক্রবার জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসতেই সৌরভকে (Sourav Ganguly)  হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার খবর জানানো হল। এখন ভালোই আছেন সৌরভ। তবে তাঁর আর হাসপাতালে থাকার কোনও প্রয়োজন নেই মনে করছেন চিকিৎসকরা। বাড়িতে নিভৃতবাসে থেকে কোভিডবিধি মেনে চলতে হবে বিসিসিআই প্রেসিডেন্টকে। তারপর সুস্থ হয়ে তিনি কাজে ফিরতে পারবেন। জানা গেছে, বৃহস্পতিবার সাধারণ খাবার খেয়েছেন সৌরভ। শরীরে কোভিড সংক্রান্ত কোনও জটিলতা নেই। আরও পড়ুন-Coronavirus Cases In India: ১৬ হাজার ছাড়াল দৈনিক করোনা আক্রান্ত, বছর শেষে চোখ রাঙাচ্ছে ওমিক্রন

কয়েকদিন আগেই জ্বর আসে মহারাজের। এরপরেই তিনি কোভিড টেস্ট করান। রিপোর্ট পজিটিভ এলে দেরি না করে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়ে যান বিসিসিআই কর্তা। সেখানে তাঁর চিকিৎসার জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। চারদিকে ওমিক্রনের বাড়াবাড়ি ভয ধরালেও সৌরভের নমুনার জিন পরীক্ষা আশার আলো জাগিয়েছে। সম্ভবত বছরের শেষদিনেই হাসপাতাল থেকে বাড়িতে ফিরছেন মহারাজ।