Omicron (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ৩১ ডিসেম্বর: বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে কোভিড (Coronavirus Cases In India)। বৃহস্পতিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১৬ হাজার ৭৬৪ জন। এদিন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৭ হাজার ৫৮৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২২০। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৯১ হাজার ৩৬১। বর্ষশেষে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭০। দিল্লিতে শুরু হয়েছে কমিউনিটি ট্রানসমিশন। এই প্রথম দেশের প্রথম কোনও ওমিক্রন আক্রান্ত্র মৃত্যু হল পুণেতে। ৫২ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় পুণের পিম্পড়িতে (Pimpri Chinchwad)। গত ২৮ ডিসেম্বর নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। ওই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা যায়। আরও পড়ুন- Happy New Year 2022 Greetings: নতুন বছর ২০২২-কে বরণ করে নিন এই শুভেচ্ছা বার্তায়

করোনার দৈনিক পরিসংখ্যান

মৃত্যুর পর আজ তাঁর কোভিড রিপোর্ট প্রকাশ্যে আসে। যেখান থেকে জানা যায়, বছর ৫২-র ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত ছিলেন। এমনই জানানো হয় মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের তরফে। এদিকে কলকাতার কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। এখানে দ্রুত গতিতে বাড়ছে করোনা। কলকাতার সংক্রমণের হার ১২.৫ শতাংশ। এক সপ্তাহের মধ্যেই রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে কোভিড রোগীর সংখ্যা বেশ বেড়েছে। বর্ষবরণের আনন্দ যে অচিরেই বিপদের কারণ হতে চলেছে, তা এককথায স্পষ্ট।