প্রতীকী ছবি (ফাইল ফটো)

বাবা মায়ের সঙ্গে ক্যানিংয়ের (Canning) বাড়ি থাকেন স্ত্রী ও সন্তান। এদিকে ছেলে কর্মসূত্রে থাকে আন্দামানে। এদিকে আচমকাই বাড়িতে নিয়ে আসে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে। যা নিয়ে শুরু হয় তুমুল অশান্তি। বৃদ্ধ বাবা ছেলের কুকীর্তি একদমই সমর্থন করে না। তাতেই চরমে যায় বিবাদ। আর এই ঝামেলার মাঝেই বৃদ্ধ বাবাকে রড দিয়ে পেটালো ছেলে। এমনকী ধারালো দা দিয়ে হামলাও করে তাঁর ওপর। শেষমেশ স্থানীয় বাসিন্দারা এসে বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত রবিউল লস্করকে।

বাবার ওপর ধারালো অস্ত্রের কোপ মারল ছেলে

জানা যাচ্ছে, আক্রান্ত বৃদ্ধের নাম নূর মহম্মদ লস্কর। অভিযোগ, সম্প্রতি দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে ক্যানিংয়ের বাড়িতে এসেছিল রবিউল। এই নিয়ে সেদিন থেকেই ঝামেলা শুরু হয়। শুক্রবার সেই ঝামেলা চরমে। আচমকাই লোহার রড দিয়ে তাঁর ওপর হামলা করে রবিউল। আঘাত পেয়ে মাটিতে পড়ে গেলে ঘরে থাকা ধারালো দা দিয়ে নূর মহম্মদের ওপর চালানো হয় একের পর এক কোপ। তখনই বৃদ্ধের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা বাড়িতে ঢুকে বৃদ্ধকে আহত অবস্থায় উধ্ধার করে। তারপর ভর্তি করা হয় হাসপাতালে।

গ্রেফতার অভিযুক্ত

এলাকাবাসীদের অভিযোগ, রবিউল আগেও তাঁর বাবাকে মারধর করেছিল। সেই সময়ও থানায় অভিযোগ করা হয়। এবারে প্রাণঘাতী হামলা করেছে। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে গুনধর ছেলেকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছএ পুলিশ।