Delhi High Court

মুর্শিদাবাদের (Murshidabad Violence) সামশেরগঞ্জে বাবা ও ছেলেকে খুনের ঘটনার ৫৫ দিনের মাথায় জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ করল মুর্শিদাবাদ পুলিশের বিশেষ তদন্তকারী দল। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। এদিন চার্জশিটে সেই ১৩ জনেরই নাম ছিল। সেই সঙ্গে এই জোড়া খুন ব্যক্তিগত শক্রতার কারণে করা হয়েছিল বলে উল্লেখ আছে চার্জশিটে। তার প্রেক্ষিতে আদালতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছে সরকার পক্ষের আইনজীবী।

সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুন

গত এপ্রিল মাসে ওয়াকফ বিরোধী আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকা। আন্দোলন পরিণত হয় সাম্প্রদায়িক অশান্তিতে। তার মধ্যে সুতি, ধুলিয়ান ও সামশেরগঞ্জের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়েছিল। এরমাঝেই সামশেরগঞ্জের বাসিন্দা হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে বাড়ি ঢুকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতিরা। এই ঘটনার তদন্তে নেমে কয়েকদিনের মধ্যেই ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

স্বাভাবিক হয়েছে মুর্শিদাবাদের পরিস্খিকি

বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি অনেকটাই শান্ত। সবকিছু স্বাভাবিক হয়েছে। ঘরছাড়া মানুষরা বাড়ি ফিরছেন। যদিও তাঁদের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। যদিও ক্ষতিগ্রস্থরা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি করেছিলেন। সেই আবেদন মেনে একাধিক জায়গায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।