Sishir Adhikari Removed From DSDA Post: দিঘা -শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পদ থেকে অপসারিত শিশির অধিকারী, নতুন দায়িত্বভার অখিল গিরিকে
শিশির অধিকারী (Picture Credits: Wikimedia Commons)

কলকাতা, ১২ জানুয়ারি: দিঘা -শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (DSDA) পদ থেকে অপসারিত শিশির অধিকারী (Sishir Adhikari)৷ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিজেপি যোগদানের পর থেকেই জল্পনা চলছিল অধিকারী পরিবার নিয়ে। এর আগে কাঁথি পরিষদের পদ থেকে সরানো হয়েছিল সৌমেন্দু অধিকারীকে। এবার দিঘা -শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পদ থেকে সরিয়ে দেওয়া হল বর্ষীয়ান নেতা শিশির অধিকারীকে। নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অখিল গিরি।

শুভেন্দুর বিজেপি যোগদানের পরই জানিয়েছিলেন, তাঁর বাড়িতেও পদ্ম ফুটবে। যেমন বলা তেমন কাজ। পরিবারে পরপর দু'জনের অপসারণ। যদিও অধিকারী পরিবার শেষ অবধি জানিয়ে গেছেন তাঁরা তৃণমূলেই থাকতে চান। সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বদলে গেছে সেই ভাবভঙ্গি। অবশেষে শিশির অধিকারীর মতো বর্ষীয়ান নেতার অপসারণ। আরও পড়ুন, পুনে থেকে কোভিশিল্ডের প্রথম চালান পৌঁছালো দিল্লিতে, দেখুন ছবি

উল্লেখ্য, ডিসেম্বরে কাঁথিতে সভা করেন সৌগত রায় ও ফিরহাদ হাকিম। তবে শরীর ভাল নেই জানিয়ে সভায় ছিলেন না শিশির অধিকারী। উপস্থিত ছিলেন না অধিকারী পরিবারের কেউই। শুভেন্দু অধিকারী দল থেকে বেরিয়ে যাওয়ার পরই অধিকারী পরিবারে সঙ্গে তৃণমূলের সমীকরণ সম্পূর্ণ বদলে যায়।

নতুন দায়িত্বপ্রাপ্ত অখিল গিরি অবশ্য ২৪ ঘণ্টাকে জানিয়েছেন, 'আমার কাছে সরকারি কোনও কাগজ এসে পৌঁছয়নি। আমি সংবাদমাধ্যমেই শুনলাম। সরকারি কাগজ পেলে আগামিকাল থেকে অফিসিয়ালি কাজ শুরু হবে। অনেকদিনই কাজকর্ম হয়নি। সামনে ভোট। এবার কাজ করতে হবে।'