নতুন দিল্লি, ১২ জানুয়ারি: পুনে থেকে দিল্লিতে পৌঁছে গেল প্রথম দফার কোভিশিল্ড প্রতিষেধক (Covishield Vaccine)। এদিন কাকভোরে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ফ্যাসিলিটি থেকে প্রথম পর্যায়ের কোভিশিল্ড পৌঁছায় পুনের বিমানবন্দরে। আর চারদিন পরেই দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। আজ স্পাইসজেটের বিমান প্রথম দেশের করোনা ভ্যাকসিন নিয়ে এল। পুনে থেকে দিল্লিতে আসা কোভিশিল্ডের এই প্রথম চালানের ওজন ১ হাজার ৮৮ কেজি। এতে মোট ৩৪টি বাক্স রয়েছে। এই প্রসঙ্গে অসমারিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, ৫৬.৫ লাখ ডোজের কোভিশিল্ডি নিয়ে পুনে থেকে এদিন এয়ারইন্ডিয়া, স্পাইসজেট ও ইন্ডিগোর নটি বিমান উড়বে দিল্লি, চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, শিলং, আমেদাবাদ, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, ভুবনেশ্বর, পাটনা, বেঙ্গালুরু, লখনউ, চণ্ডীগড়ে। আরও পড়ুন-Saina Nehwal: থাইল্যান্ড ওপেনের আগে ফের কোভিড পজিটিভ সাইনা নেহওয়াল
The first consignment of COVID19 vaccine 'Covishield' arrives at #Delhi's Indira Gandhi International Airport from #Pune pic.twitter.com/b5yTQfZUrZ
— ANI (@ANI) January 12, 2021
১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে টিকাকরণ প্রক্রিয়া। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিকাকরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একথা বলেন। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিষেধক সংক্রান্ত যেসব গুজব রটছে তা বন্ধের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বলেন, এই প্রথম পর্যায়ের টিকাকরণের খরচ বহন করবে কেন্দ্র।