BLO Join SIR Process (Photo Credit: X@the_hindu)

নির্বাচন কমিশনের কঠোর হুঁশিয়ারির পর ১৪৩ জন বুথ লেভেল অফিসার, কাজে যোগ দিয়েছেন। গত প্রায় সাত মাস ধরে নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের নিয়োগ এবং প্রশিক্ষণের কাজ শুরুর বার্তা দেওয়ার পরেও ওই আধিকারিকরা কাজে যোগ দেননি। এমনকি প্রশিক্ষণেও অংশ নেননি বলে অভিযোগ। তারপরেই তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয় কমিশনের তরফে। গতকাল দুপুর বারোটা-র মধ্যে তাঁদের কাজে যোগ দেওয়ার চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল। ওই নির্দেশ মেনেই ১৪৩ BLO কাজে যোগ দিয়েছেন বলে জেলাশাসকদের তরফে কমিশনের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এবারের SIR প্রক্রিয়া আগের থেকে আরও নিবিড়ভাবে করা হবে। প্রত্যেককে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য তিনি আবেদন জানান।

পাশাপাশি নির্বাচন কমিশন মালদহের মানিকচকের এনায়েতপুরের ১৫৬ নম্বর বুথের BLO-র দায়িত্বে থাকা শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউল আনসারিকে সরিয়ে দিয়েছে। তিনি বলে জানা গেছে।উল্লেখ্য, BLO হিসাবে নিযুক্ত অনেকেই সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই অভিযোগ করেছিলেন।

 

উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আজ সকাল থেকেই কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং-এ বিশেষ ক্যাম্প খুলেছে জেলা প্রশাসন। যাদের সমস্ত নথি নষ্ট হয়েছে, তাঁদের হাতে প্রত্যয়িত নকল নথি তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে।