Calcutta High Court

পশ্চিমবঙ্গে শুরু হওয়া ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী(SIR)সংক্রান্ত জনস্বার্থ মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । ২০০২ সালের তালিকাকেই কেন ভিত্তি হিসাবে ধরা হবে এই প্রশ্নের জবাবে কমিশনকে হলফনামা দিতে নির্দেশ। ১০ দিনের মধ্যে কমিশনকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ। ১৯ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

মামলাকারী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন বলেন, বিএলও দের কে প্রতিদিন বিভিন্ন জায়গায় হুমকির মধ্যে পড়তে হচ্ছ। একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে।

পাশাপাশি বিহারের পর এ রাজ্যে যে এসয়াইয়ার হচ্ছে দুটো রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কেন আতংকের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে?

আইনজীবী রাকেশ দ্বিবেদী নির্বাচন কমিশনের পক্ষে জানান, সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশ দিয়েছে বিহার এফ আই এর সংক্রান্ত মামলায়। সেগুলোই কমিশন কার্যকর করছে। মামলাকারীরা চাইলে সেই মামলায় যুক্ত হতে পারেন।এ রাজ্যের তৃণমূল নেতা আইনজীবী

কল্যাণ বন্দ্যোপাধ্যায় (সাংসদ) তিনি বিহার এসয়াইয়ার সংক্রান্ত মামলায় একটা আবেদন করেছিলেন।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে সংক্ষিপ্ত হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন।