কলকাতা, ৪ মার্চ: তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সংগীত শিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। সাংসদ সৌগত রায় তাঁকে তৃণমূলে যোগদান করান। অদিতি মুন্সিকে প্রার্থী করা হতে পারে বলে খবর।রিয়েলিটি শো সারেগামাপা থেকে জনপ্রিয়তা পান অদিতি মুন্সি। কীর্তনের সুরে দর্শকদের মন জয় করেছেন অদিতি ২০১৮ সালে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় তাঁর।
রাজ্য সরকারের একাধিক অনুষ্ঠানে গান গেয়েছেন অদিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজ্যের মানুষের জন্য কাজ করতে চান বলে তিনি জানিয়েছেন। আরও পড়ুন: WB Assembly Elections 2021: নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে শুভেন্দু? প্রার্থী তালিকা প্রকাশের আগে জেপি নাড্ডার বাড়িতে বৈঠক
West Bengal: Singer Aditi Munshi joins TMC in presence of party MP Sougata Roy in Kolkata.
She is the wife of North 24 Parganas Trinamool Youth Congress president Debraj Chakraborty. pic.twitter.com/8w5cme5vWA
— ANI (@ANI) March 4, 2021
আজই শশী পাঁজার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন টেলিভিশন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ঊষা চৌধুরী। এছাড়াও শাসক দলে নাম লেখান ভোজপুরী অভিনেতা ও পরিচালক ধীরজ পণ্ডিত। বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়