এইচএমপি ভাইরাস (HMP Virus) ইতিমধ্যেই থাবা বসিয়েছে ভারতে। এ রাজ্যেও এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এরমধ্যেই প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পান্ডের পরিবারে হানা দিল এই ভাইরাস। শ্রেয়া পান্ডের (Shreya Pande) ৬ বছরের কন্যা আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। সম্প্রতি সে অসুস্থ হয়ে পড়েছিল। তারপর মেয়ের বায়োফায়ার রেসপিরেটরি প্যানেল ২.১ পরীক্ষা করান। সেই রিপোর্টেই আসে যে তাঁর মা এইচএমপিভি-তে আক্রান্ত। যদিও সে বাড়িতেই রয়েছে এবং সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন শ্রেয়া। যেখানে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হতে বলেছেন তিনি।

কীভাবে আক্রান্ত হলেন শ্রেয়ার মেয়ে?

ভিডিয়ো বার্তায় তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। বুকে কফ জমেছিল। খিদে ছিল না। তারপরেই সে ডাক্তার দেখায়। সেখানেই চিকিৎসক কিছু পরীক্ষা করতে দেন। আর সেই রিপোর্টেই জানা যায় যে মেয়ে এইচএমপি ভাইরাসে আক্রান্ত। তারপরেই ভিটামিন সি সহ একাধিক ওষুধপত্র খাওয়ানো হয়। আর তারপরেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে।

ভিডিয়ো বার্তা

শ্রেয়ার বার্তা

এদিন শ্রেয়া ভিডিয়ো বার্তায় বলেন, যেহেতু এটা নতুন ভাইরাস তাই অনেকে আতঙ্কে রয়েছে। তবে এতে ভয় পাওয়ার কারণ নেই। এই ভাইরাসে আক্রান্ত হয়েও স্বাভাবিক নিয়মে তাঁর মেয়ে চলেছে। খেলাধুলা, পড়াশুনো সবকিছুই করেছে। অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেই বার্তা দেন তিনি। প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে প্রকাশিত হওয়া রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা ১৬। যদিও জানুয়ারি মাসের রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি।