Vishnu Nivasam in Tirupati (Photo Credit: X)

নয়াদিল্লি: অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে (Tirupati) বুধবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় ছয়জন নিহত হয়েছেন এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের বার্ষিক বৈকুণ্ঠ অনুষ্ঠানে টিকিট পেতে শত শত ভক্ত জড়ো হয়েছিলেন, সেসময় পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে। বুধবার সকাল থেকেই টোকেন পেতে এই কাউন্টারে ভক্তদের বিশাল ভিড় জড়ো হতে শুরু করে এবং সন্ধ্যা নাগাদ ভিড় এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ।

প্রত্যক্ষদর্শী এক মহিলা বলেন, টিকিট পেতে বিশাল ভিড় জমেছিল। আগে থেকে টিকিট কেনার কোনও ব্যবস্থা করা হয়নি। টিকিট বিতরণের জন্য পুলিশ সদস্যরা দরজা খোলার সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে আসে একদল লোক। তিনি আরও বলেন, তাঁর পরিবারের ২০ জন সদস্য সেখানে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ৬ জন আহত হয়েছেন।তাঁদের চিকিৎসা চলছে।

তিরুপতিতে বুধবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা ঘটেছে

মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং এটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং আহতদের চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।