আসানসোল, ১৬ এপ্রিল: আসানসোল লোকসভায় (Asansol Lok Sabha Elections 2022) প্রথমবার ফুটতে চলেছে জোড়া ফুল। দীর্ঘ অনেকগুলো বছরের চেষ্টার পর এবার হয়তো শিল্পাঞ্চলের এই লোকসভা কেন্দ্রে জিততে চলেছে দিদির দল। আসানসোল লোকসভা উপনির্বাচনের মাঝামাঝি জায়গায় এসে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) সব কটি বিধানসভা কেন্দ্রেই লিড পেয়েছেন। গণনার শুরুর দিকে মনে হচ্ছিল শত্রুঘ্নের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি-র স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-এর। শুরুতে সামন্য ব্যবধানে এগিয়েও ছিলেন অগ্নিমিত্রা। তবে রাউন্ড যত এগিয়েছে, গণনা যত এগিয়েছে ততই লিড লাফিয়ে লাফিয়ে বেড়েছে তৃণমূলের।
১২তম রাউন্ডের শেষে তৃণমূল ১ লক্ষ ৯৯ হাজারের বেশি ভোটে এগিয়ে। একটা সময় আসানসোল লোকসভার সাতটা বিধানসভার মধ্যে ৪টা-তে এগিয়ে ছিল তৃণমূল, তিনটে-তে বিজেপি। কিন্তু এখন সাতে সাত লিড নিয়েছেন শত্রুঘ্ন। যেখানে ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি-র হয়ে লড়ে বাবুল সুপ্রিয় জিতেছিলেন ১ লক্ষ ৯৭ হাজারের বেশি ভোটে। আরও পড়ুন: জানুন রাজ্যের কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল সরাসরি
আপাতত প্রবণতা যেদিকে, শত্রুঘ্ন দেড় লক্ষের বেশি ভোটে জিতলে অবাক হওয়ার থাকবে না। ২০০৯ লোকসভা পর্যন্ত আসানসোল লোকসভা ছিল বামেদের দখলে, তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১৪ লোকসভায় দোলা সেনকে প্রার্থী করেও বিজেপি-র বাবুল সুপ্রিয়র কাছে হেরে বসে তৃণমূল। পাঁচ বছর পর বিজেপি-র বাবুলের হাত থেকে আসানসোল ছিনিয়ে নিতে মুনমুন সেনকে প্রার্থী করেন মমতা। মুনুমুনও পারেননি দিদিকে আসানসোল এনে দিতে। কিন্তু বাবুল আসানসোল ছাড়তেই সেখানে বিহারী বাবুকে প্রার্থী করে জয়ের দোরগড়ায় তৃণমূল।