আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে শনিবার লালবাজার (Lalbazar) অভিযান করে এসএফআইয়ের ও ডিওয়াএফআইয়ের নেতা কর্মীরা। নেতৃত্বে রয়েছে দীপ্সিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। আরজি করের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া ভুয়ো পোস্টের অভিযোগ ও ১৪ অগাস্ট হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী সহ একাধিক বাম নেতাকে কলকাতা পুলিশ তলব করেছিল। এর প্রতিবাদেই এদিন লালবাজার অভিযান করে বাম ছাত্র যুব সংগঠনগুলি। সেই সঙ্গে চিকিৎসক খুনের ঘটনায় কলকাতা পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে। এদিনের মিছিলে যুক্ত ছিল এই ইস্যুটিও। শনিবার কলেজ স্ট্রিট থেকে শুরু হয় এই মিছিল। যোগ দেন অসংখ্য মানুষও।
একদিকে ভারী বৃষ্টি এবং অন্যদিকে উর্দিধারী পুলিশ। এই দুই বাধাকে উপেক্ষা করেই ধীরে ধীরে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে মিছিল এগোয় লালবাজারের উদ্দেশ্যে। পুলিশের তরফ থেকে এই মিছিল থামানোর নির্দেশ দিলেও আন্দোলনকারীরা তাতে কর্ণপাত না করে এগোতে থাকেন। অন্যদিকে এই মিছিলেন জেরে বিবি গাঙ্গুলী স্ট্রিট. সেন্ট্রাল অ্যাভিনিউতে প্রবল যানজট সৃষ্টি হয়েছে। তবে লালবাজার যাওয়ার আগেই সেন্ট্রাল মেট্রোর সামনে গার্ডরেল দিয়ে আটাকানো হয় প্রতিবাদের। লালবাজার পর্যন্ত পুরো রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে সেই ব্যারিকেড ভেঙে ভেতরে আসার চেষ্টা করছেন আন্দোলনকারীরা।
#WATCH | Kolkata, West Bengal: SFI (Students Federation of India) workers hold a protest march demanding justice in the RG Kar Medical College & Hospital rape-murder case. pic.twitter.com/6aFaSDSPcs
— ANI (@ANI) August 24, 2024