Mob Lyinching Photo Credit: Twitter@ians_india

চাষের জমি থেকে চুরি গিয়েছে পাম্পের মোটর। সেই নিয়ে বিবাদ শুরু হয় দুই পরিবারের। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে একের অপরের ওপর লাঠি, রড় দিয়ে হামলাও চালানো হয়। এমনকী গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগও ওঠে। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানা (Canning Police Station) এলাকায়। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। তাঁদের তড়িঘড়ি নিয়ে আসা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানেই আপাতত তাঁদের চিকিৎসা চলছে। দুই পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মোটর চুরিকে কেন্দ্র করে অশান্তি

পুলিশসূত্রে খবর, তালদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা রমেশ বৈদ্যর জমি থেকে সম্প্রতি চুরি হয় মোটর। এই নিয়ে তাঁদের সন্দেহ যায় প্রতিবেশী তারক সর্দারদের পরিবারের বিরুদ্ধে। দিনকয়েক আগে এই নিয়ে অশান্তি হয়ছিল। সেই সময় তারককে বেধড়ক মারধর করে রমেশের পরিবারের সদস্যরা। এরপর বৃহস্পতিবার রাতে ফের তাঁর ওপর চড়াও হয় বৈদ্যদের পরিবার। অভিযোগ, বাড়ির মধ্যে রড, লাঠি নিয়ে তারকদের মারা হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

এমনকী তাঁর স্ত্রীকে ফেলে পেটানো হয় এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপর তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় মোট ৮ জন আহত হয়েছেন। তাঁদের সকলেরই চিকিৎসা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।