পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Photo credit: IANS)

কলকাতা, ২২ আগস্ট: BJP State President Dilip Ghosh security has been upgraded to Z category: পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্য বিজেপির সভাপতি (State President) দিলীপ ঘোষের (Dilip Ghosh) ওপর রয়েছে প্রাণনাশের হুমকি। আজ গোয়েন্দারা এমনই আশঙ্কার কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়েছে। এখন যে বাড়িতে থাকছেন সেটা খানিকটা বিপজ্জনক বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। তাই পরিবর্তন করা হচ্ছে তাঁর বাড়ি। একইসঙ্গে তাঁর নিরাপত্তাও বাড়ানো হয়েছে। জেড সিকিউরিটি পাবেন তিনি এখন।

তিনি আগে থাকতেন নিউ টাউনের (Newtown) একটি বাড়িতে। নিরাপত্তার কারণে তিনি সেই বাড়িটা ছেড়ে সল্টলেকের (Saltlake) একটি বাড়িতে উঠে আসেন। কিন্তু সেখানেও তাঁর থাকা সম্ভব নয়। কারণ, এতদিন তিনি ওয়াই প্লাস (Y+) ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। প্রাণনাশের হুমকির পর নিরাপত্তা বাড়িয়ে জেড ক্যাটেগরি করা হলে নিরাপত্তা রক্ষী বাড়াতে হবে। তাই এই বাড়িতে সেটি সম্ভব নয়। তাই সল্টলেকেই অন্য একটি বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০ জনের কাছাকাছি নিরাপত্তা রক্ষী থাকবে। আরও পড়ুন, মুকুল রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, বিজেপি নেতা বাবান ঘোষের গ্রেফতারি কাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ

২৪ ঘন্টার সূত্র অনুযায়ী, এবিষয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, 'বাংলাদেশের একটি গোষ্ঠীকে খুনের সুপারি দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি।' অন্য একটি সংবাদ মাধ্যমে তিনি জানান, ' জেড নিরাপত্তা দেওয়া হচ্ছে নাকি তিনি জানেনা। তবে নিরাপত্তারক্ষী বাড়ানো হচ্ছে। ফলে আটজন নিরাপত্তা রক্ষীকে ওই বাড়িতে জায়গা দেওয়া যাবেনা।'

রাজ্য রাজনীতিতে তিনি এখন একজন গুরুত্বপূর্ণ মুখ। বিজেপির উত্থান কেউ মেনে নিতে পারছেনা বলেও জানান দিলীপ ঘোষ। লোকসভা ভোটের আগে থেকে বহুবার তিনি আক্রমণের স্বীকার হন। তাই তিনি ব্যাপারটা একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না।