Secunderabad Shalimar SF Express Derailed (Photo Credits: X)

হাওড়া, ৯ নভেম্বরঃ ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। শালিমার (Shalimar) ঢোকার আগে নলপুরে ঘটল অঘটন। সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের (Secunderabad Shalimar SF Express Derailed) তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার ভোর ৬টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী ট্রেন (22850 Secunderabad Shalimar SF Express)। সেকেন্দ্রাবাদ থেকে শালিমারগামী ওই ট্রেনটি নলপুর স্টেশনের কাছে বেলাইন হয়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রচণ্ড জোরে বিকট শব্দ কানে আসে তাঁদের। কেঁপে ওঠে ট্রেনটি। তুমুল আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। হুড়োহুড়ি কাণ্ড বেঁধে যায়। জানা যাচ্ছে, ট্রেনটির যে লাইনে ঢোকার কথা ছিল সেখানে না ঢুকে পাশের লাইনে ঢুকে পড়ে ইঞ্জিন। যার ফলেই দুর্ঘটনাটি ঘটে। তবে ট্রেনের গতি কম থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। এখন অবধি কোন হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছে দক্ষিণ-পূর্ব রেল আধিকারিকেরা। যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছে বলেই জানানো হচ্ছে।

লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস... 

দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে নেমে হেঁটেই নিকটবর্তী স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যাত্রীরা। শুরু হয়েছে লাইনচ্যুত কামরাগুলো সরানোর কাজ। লাইন পরিষ্কার হলে তবেই সেখান থেকে ট্রেন চলাচল করতে পারবে। তবে উদ্ধারকার্য কখন শেষ হবে তা স্পষ্ট নয়।