কলকাতা, ১৭ জুন: সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে Kanchanjungha Express Accident) ভয়াবহ দুর্ঘটনার (Train Accident) জেরে পরপর ২টি কামরা ছিটকে পড়ে। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ২টি কামরা উলটে যায়। যার জেরে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু খবর মিলছে। পাশপাশি ২৫ জন আহত বলে খবর। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই আহতদের চিকিৎসা চলছে বলে জানান দার্জিলিং জেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। পাশপাাশি পরিস্থিতি গুরুতর বলেও জানান পুলিশ আধিকারিক।
দেখুন ট্যুইট...
#WATCH | "Five passengers have died, 20-25 injured in the accident. The situation is serious. The incident occurred when a goods train rammed into Kanchenjunga Express," says Abhishek Roy, Additional SP of Darjeeling Police. pic.twitter.com/5YQM8LdzLo
— ANI (@ANI) June 17, 2024
জানা যায়, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার পরপরই সেটি দুর্ঘটনার মুখ পড়ে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহর উদ্দেশে ছাড়তেই সেটিতে একটি মালগাড়ি গিয়ে ধাক্কা দেয়। যার জেরে ওই ট্রেনের ২টি কামরা মূল ট্রেন থেকে ছিটকে পড়ে।
দুর্ঘটনার খবর পেতেই সেখানে রেলের আধিকারিকরা পৌঁছে যান। ঘটনার জেরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে রেলের আধিকারিকরা গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন বলে খবর।
সোমবার সকাল দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। রেলের আধিকারিকরা পৌঁছেছেন। আহতদের হাসপতালে ভর্তি করা হয়েছে। সমস্ত ধরনের জরুরি পদক্ষেপ করা হচ্ছে বলে জানান রেলমন্ত্রী।
দেখুন কী লিখলেন অশ্বিনী বৈষ্ণব...
Union Railway Minister Ashwini Vaishnaw tweets, "Unfortunate accident in NFR zone. Rescue operations going on at war footing. Railways, NDRF and SDRF are working in close coordination. The injured are being shifted to the hospital. Senior officials have reached the site." https://t.co/YA9oryGay5 pic.twitter.com/bYdVWNDt4U
— ANI (@ANI) June 17, 2024