Kanchanjungha Express Accident (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৭ জুন: সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে Kanchanjungha Express Accident) ভয়াবহ দুর্ঘটনার (Train Accident)  জেরে পরপর ২টি কামরা ছিটকে পড়ে। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ২টি কামরা উলটে যায়। যার জেরে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু খবর মিলছে। পাশপাশি ২৫ জন আহত বলে খবর। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই আহতদের চিকিৎসা চলছে বলে জানান দার্জিলিং জেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। পাশপাাশি পরিস্থিতি গুরুতর বলেও জানান পুলিশ আধিকারিক।

আরও পড়ুন: Sealdah Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ, জানালেন মুখ্যমন্ত্রী

দেখুন ট্যুইট...

 

 

জানা যায়, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার পরপরই সেটি দুর্ঘটনার মুখ পড়ে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহর উদ্দেশে ছাড়তেই সেটিতে একটি মালগাড়ি গিয়ে ধাক্কা দেয়। যার জেরে ওই ট্রেনের ২টি কামরা মূল ট্রেন থেকে ছিটকে পড়ে।

আরও পড়ুন: Sealdah Kanchanjungha Express Accident: মালগাড়ির ধাক্কায় ছিটকে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ২টি কামরা, দেখুন ভয়াবহ দুর্ঘটনার ভিডিয়ো

দুর্ঘটনার খবর পেতেই সেখানে রেলের আধিকারিকরা পৌঁছে যান। ঘটনার জেরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে রেলের আধিকারিকরা গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন বলে খবর।

সোমবার সকাল দুর্ঘটনার  খবরে উদ্বেগ প্রকাশ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। রেলের আধিকারিকরা পৌঁছেছেন। আহতদের হাসপতালে ভর্তি করা হয়েছে। সমস্ত ধরনের জরুরি পদক্ষেপ করা হচ্ছে বলে জানান রেলমন্ত্রী।

দেখুন কী লিখলেন অশ্বিনী বৈষ্ণব...