কলকাতাঃ সাত সকালে আর জি কর হাসপাতালের(R G Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh)বাড়িতে হাজির সিবিআই(CBI)। তবে সওয়া এক ঘণ্টা হতে চললেও, বাড়ির কলিং বেল বাজিয়েও মিলছিল না সাড়া, এমনটাই জানা গিয়েছিল। দরজা খুলছিলেন না কেউ। অগত্যা সন্দীপের বেলেঘাটার বাড়ির বাইরেই অপেক্ষা করতে হচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। জানা গিয়েছে, রবিবার সকাল ৬.৫ মিনিটে সন্দীপ ঘোষের বাড়ির সামনে পৌঁছে যান সিবিআই কর্তারা। সাত সদস্যের দল নিয়ে সন্দীপের বাড়িতে হানা দেয় সিবিআই। তবে তাঁকে বারবার ফোন করা হলেও উত্তর দিচ্ছিলেন না সন্দীপ এমনটাই খবর। অবশেষে, প্রায় সওয়া এক ঘণ্টা পর দরজা খোলেন সন্দীপ। তাঁর বাড়িতে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা। গতকাল, টানা নয়বারের মতো সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সন্দীপ ঘোষ। গতকালই পলিগ্রাফ টেস্ট হয় তাঁর। টানা ১২ ঘণ্টা পর রাত সাড়ে ৯ টা নাগাদ সিবিআই দফতর থেকে বেরিয়ে আসেন সন্দীপ। শনিবার সন্দীপ সহ চার পড়ুয়া চিকিৎসক এবং সঞ্জয় ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়রের পলিগ্রাফ টেস্ট হয়। আজ, রবিবার প্রেসিডেন্সি জেল হাসপাতালে আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হবে, এমনটাই সিবিআই সূত্রে খবর।
সন্দীপ ঘোষের বাড়ির সামনে সিবিআই
#Breaking | CBI reaches #SandipGhosh's residence
In a short while, his house will be raided by a team comprising CBI officials...: @pooja_news shares more details with @prathibhatweets#ShaktiFightback pic.twitter.com/eKLtc3bm2Z
— TIMES NOW (@TimesNow) August 25, 2024