Representational Image for Haircut (Photo Credits: Pexels)

কলকাতা, ৮ জানুয়ারি: সেলুন (Salons), বিউটি পার্লার (Beauty Parlours) খোলার ক্ষেত্রে বিধিনিষেধ (Covid Restriction) খানিকটা শিথিল করল রাজ্য সরকার। সমস্ত কোভিডবিধি মেনে সেলুন, বিউটি পার্লার রাত ১০টা পর্যন্ত খুলে রাখা যাবে। তবে ভিড় করা যাবে না। ৫০ শতাংশ গ্রাহক ঢুকতে পারবে। এছাড়াও গ্রাহক ও কর্মীদের সম্পূর্ণরূপে টিকা নেওয়া থাকতে হবে।

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে নতুন বছরের শুরুতেই আংশিক লকডাউন জারি হয়েছে রাজ্যে। বিধিনিষেধ জারি থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। রাত ১০টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত লাগু নাইট কারফিউ। রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। ৩ জানুয়ারি থেকে ফের বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজের দরজা। পর্যটন কেন্দ্রগুলিও বন্ধ। তবে শপিং মল, মার্কেট কমপ্লেক্স খোলা রয়েছে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে। রাত ১০টার পর বন্ধ থাকছে শপিং মল।

আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১,৪১,৯৮৬ জন, মৃত্যু হয়েছে ২৮৫ জনের

এছাড়াও প্রথমে সুইমিং পুল, স্পা, জিম, সেলুন, বিউটি পার্লার পুরোপুরি বন্ধ রাখার কথা জানানো হয়। কিন্তু এ বার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল সেলুন এবং বিউটি পার্লারের ক্ষেত্রে। তবে, সেলুন ও বিউটি পার্লার রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে সিনেমা হলের মালিকদের কথা ভেবে হলের সব আসনেই দর্শক বসানোর কথা জানায় রাজ্য সরকার।