Mamata Banerjee In 21st July (Photo Credit: X)

কলকাতা, ২১ জুলাই: ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন (Language Protest) শুরু হচ্ছে। ২১ জুলাই (21st July) শহিদ দিবসের (Shahid Dibas) মঞ্চ থেকে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম ভাষা হল বাংলা। গোটা পৃথিবীতে পঞ্চম স্থানে রয়েছে বাংলা ভাষা। সেই ভাষার উপর কোনও ধরনের আক্রমণ মানব না। ২৭ জুলাই থেকে নির্বাচন পর্যন্ত ভাষা আন্দোলন চলবে। বাংলা ভাষার অপমান মানছি না। বাংলা ভাষা নিয়ে কোনও ধরনের অত্যাচার তৃণমূল কংগ্রেস মানবে না বলে ২১ জুালইয়ের মঞ্চ থেকে স্পষ্ট জানান তৃণমূল কংগ্রেস নেত্রী (Mamata Banerjee)।

কোনও ভাষার উপর হামলা, আক্রমণ মেনে নেব না। শহিদ দিবসের মঞ্চ থেকে বললেন তৃণমূল কংগ্রে স নেত্রী। মহারাষ্ট্রে এক সময় 'বিহারি হঠাও আন্দোলন হয়েছিল' বলে অতীত কথাও আজকের মঞ্চ থেকে মনে করিয়ে দেন তৃণমূল কংগ্রেস নেত্রী। ইডি, সিবিআই ডেকে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে গ্রেফতার করো। কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের কাছেই শুধু মাথা নত করব। তোমাদের মত 'গুন্ডা পার্টির'  কাছে মাথা নত করব না। তোমরা দেশের 'কলঙ্ক' বলেও তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

আরও পড়ুন:  Shahid Dibas: 'প্রয়োজন পড়লে আবার ভাষা আন্দোলন হবে', বিজেপি সরকারেকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রীর

দেখুন বাংলা ভাষার উপর হামলা প্রসঙ্গে কী বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী...