Mamata Banerjee In 21st July (Photo Credit: X)

কলকাতা, ২১ জুলাই: শহিদ দিবসের মঞ্চে হাজির হয়ে বাংলা ভাষায় কথা বললে কেন ডিটেনশন ক্যাম্পে ভরা হচ্ছে বলে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, বাংলা ভাষায় (Bengali Language) কথা বলেছে বলে ডিটেনশন ক্যাম্পে ভরে দিয়েছে। ১ হাজার মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরে দিয়েছে। সব বিজেপির (BJP) চক্রান্ত।

এরপরই কত মানুষ  সাম্প্রতিককালে দেশ ছেড়েছেন, সেই পরিসংখ্যান প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। ২০১৪ থেকে কত মানুষ ভারত ছেড়ে চলে গিয়েছেন, তার হিসাব প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ১৭ লক্ষের বেশি মানুষ ভারত ছেড়ে চলে গিয়েছেন। ২১ জুলাইয়ের (21st July) মঞ্চ থেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেস নেত্রী আরও বলেন, বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে। আমরা সব ভাষাকে সম্মান করি। তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করছেন বলে প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বলে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি বাংলা থেকে সিপিএম, বিজেপি হঠাও। কেন কিছু মানুষ বাংলাকে সম্মান করতে জানে না, তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের লক্ষ্য দিল্লির লড়াই। আর বিজেপি যদি মনে করে, এজেন্সি লাগিয়ে ভয় দেখাবেন, তাহলেও আমাদের আটকে রাখতে পারবেন না। রুখতে পারবেন না বলে ২১-এর মঞ্চ থেকে কটাক্ষ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

সেই সঙ্গে বাংলা ভাষার উপর আক্রমণ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী আরও বলেন, প্রয়োজন পড়লে আবার ভাষা আন্দোলন হবে। দেখি কত ডিটেনশন ক্যাম্প আছে এই দেশে। প্রত্যেক শনি এবং রবিবার করে বাংলা ভাষার উপর আক্রমণের বিরোধিতা করুন। কোনও পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হলে, তরা প্রতিবাদ করুন। প্রয়োজন পড়লে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসুন। বাংলায় কাজের কোনও অভাব নেই বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: 21st July: 'এই কয়েক বছরে ৪০% বেকারত্বের হার কমিয়েছি', শহিদ দিবসের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়...