Saayoni Ghosh: মহিলা পুলিশদের 'দাবাং' নাচ, আপ্লুত সায়নী, ভিডিয়োতে দেখুন
ছবি ট্য়ুইটার, ইনস্টাগ্রাম

কলকাতা, ১ জুলাই: 'আমার দিনটা তৈরি করে দিল।' মহিলা পুলিশ কর্মীদের 'দাবাং' নাচের ভিডিয়ো শেয়ার করে খুশি প্রকাশ করলেন সায়নী ঘোষ। নিজের ট্যুইটার হ্যান্ডেলেই মহিলা পুলিশ কর্মীদের ওই ভিডিয়ো শেয়ার করেন সায়নী (Saayoni Ghosh)।

দেখুন...

 

২০১০ সালে মুক্তি পায় 'দাবাং' (Dabangg)। এই ছবিতে সলমন খান (Salman Khan) এবং সোনাক্ষী সিনহা স্ক্রিন শেয়ার করেন। দাবাংয়ের চূড়ান্ত সাফল্যের পর দাবাং টু এবং থ্রি, পরপর দুটি সিক্যুয়েলও মুক্তি পায়। সবকটিতেই সলমন খান-সোনাক্ষী সিনহার জুটি যেন দর্শকদের মুগ্ধ করে রাখে।

আরও পড়ুন:  Sara Ali Khan: সুশান্তের প্রথম ছবির সহকারী পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়ালেন সারা, গুঞ্জন

এদিকে সম্প্রতি যুব তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি নিযুক্ত হন সায়নী ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ায়, তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় অভিনেত্রীকে।

যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে কাজ শুরু করার পর থেকে নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিশেষ করে ট্যুইটারে আরও বেশি সজাগ হয়ে ওঠেন সায়নী। কখনও নিজের ট্যুইটার হ্যান্ডেলে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় সায়নী ঘোষকে, আবার কখনও বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় অভিনেত্রীকে।