Roopa Ganguly, Subrata Mukherjee (Photo Credit: Facebook)

কলকাতা, ৫ নভেম্বর: সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত। কালী পুজোর রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাত ৯.২২ মিনিট নাগাদ যখন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীর মৃত্যুসংবাদ প্রকাশ করেন, তখন থেকেই ভারাক্রান্ত প্রায় গোটা বাংলা। বাংলার হাসিখুশি, দিলদরিয়া রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে বিমর্ষ গোটা বাংলা। সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণে গোটা বাংলা যখন বিমর্ষ, সেই সময় রূপা গঙ্গোপাধ্যায়ের (Roopa Ganguly) একের পর এক মন্তব্য নিয়ে জোরদার জল্পনা শুরু হয়েছে।

দেখুন কী লিখলেন রূপা...

রাজ্যের (West Bengal)পঞ্চায়েত মন্ত্রীর প্রয়াণে  শাসক, বিরোধী যখন শোকে মূহ্যমান, সেই সময় বিজেপি নেত্রী কীভাবে ওই ধরনের মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

তিনি বলেন, পুজো জাঁকজমক করা এবং টাকা তোলা ছাড়া যাঁর অন্য কোনও কাজ ছিল না,  তাঁর জন্য আমার কোনও 'রেসপেক্ট' নেই। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর প্রয়াণের কয়েক ঘণ্টার মধ্যে রূপা গঙ্গোপাধ্যায় কেন এই ধরনের কুৎসিত মন্তব্য করতে গেলেন, তা নিয়ে ক্ষোভ উগরে দেন নেটিজেনদের একাংশও।