Sandip Ghosh Arrives In CBI Office (Photo Credit: ANI/X)

কলকাতা, ২৩ অগাস্ট: আরজি কর-কাণ্ডে (RG Kar) এবার ফের সিবিআই (CBI) দফতরে হাজির হলেন সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। শুক্রবার সকালে সল্টলেকে সিবিআইয়ের অফিসে হাজির হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সিজিও কমপ্লেক্সে হাজির হন সন্দীপ। এই নিয়ে পরপর ৬ দিন ধরে সিবিআই দফতরে হাজির হয়ে কেন্দ্রীয়  তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় সন্দীপ ঘোষকে।

এদিকে বৃহস্পতিবার আদালতের ততরফে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করানো হোক বলে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় সন্দীপ ঘোষের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। সন্দীপের  কথায় সত্যতা কতটা, তা জানতেই এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্ট করাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত সন্দীপ ঘোষ-সহ আরও ৪ চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের নির্দেশ দেয় আদালত।

সন্দীপ ঘোষ হাজির হলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সেে...

 

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে পাশবিকভাবে ধর্ষণের পর খুন করা হয়। যার জেরে উত্তাল হয়ে উঠতে শুরু করে রাজ্য-সহ গোটা দেশ। আরজি কর-কাণ্জডের প্রতিবাদে সাধারণ মানুষ থেকে শিল্পী মহল, প্রত্যেকে প্রতিবাদে মুখর হয়ে রাস্তায় নামেন।