কলকাতা, ১২ সেপ্টেম্বর: এবার নবান্নে (Nabanna) পালটা চিঠি জুনিয়র ডাক্তারদের (Junior Doctors)। ৩০ জন প্রতিনিধিকে রাজ্যের আলোচনার প্রস্তাবের জন্য ডাকা বৈঠকে থাকতে দিতে হবে। এমন দাবিতে অনড় থেকে জুনিয়র ডাক্তারদের তরফে ফের চিঠি দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। ৩০ জনের কম প্রতিনিধি কোনওভাবেই নবান্নের সভাঘরে ডাকা বৈঠকে হাজির হবেন না বলে জুনিয়র ডাক্তারদের তরফে স্পষ্ট জানানো হয়েছে সংশ্লিষ্ট চিঠিতে। ফলে বৃহস্পতিবার নবান্নের ডাকে সেখানে হাজির হচ্ছেন জুনিয়র ডাক্তাররা। যদিও সেখানে থাকছেন ৩০ জন প্রতিনিধি। ৩০ জনের প্রতিনিধি নিয়েই জুনিয়র ডাক্তাররা নবান্নে যাচ্ছেন বলে জানানো হয় জুনিয়র ডাক্তার ফ্রন্টসের তরফে।
প্রসঙ্গত বৃহস্পতিবার ফের জুনিয়র ডাক্তারদের চিঠি দেওয়া হয় মুখ্যসচিবের তরফে। যেখানে জানানো হয়, জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় থাকবেন মুখ্যমন্ত্রী। তবে বৈঠকের কোনও লাইভ সম্প্রচার করা যাবে না। প্রয়োজনে স্বচ্ছ্বতা বজায় রাখতে ভিডিয়ো রেকর্ডিং করা যেতে পারে বলে জানানো হয়। সেই সঙ্গে ১৫ জনের প্রতিনিধি দল নবান্নে যেতে পারেন বলে মুখ্যসচিবের চিঠিতে জানানো হয়। মুখ্যসচিবের চিঠির প্রেক্ষিতে আজ ফের পালটা মেল করেন জুনিয়র ডাক্তররা। বৃহস্পতিবার বিকেলে জানা যায় এমন খবর।