Sandip Ghosh (Photo Credit: ANI/X)

প্রেসিডেন্সি জেলে হাজির সিবিআইয়ের (CBI) অপরাধ দমন শাখার অফিসাররা। টালা থানার বরখাস্ত হওয়া অফিসার অভিজিৎ মণ্ডল এবং আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে  জিজ্ঞাসাবাদ করা হবে। অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে প্রবেশ করেন সিবিআইয়ের অপরাধ দমন শাখার অফিসাররা। গত ৯ অগাস্ট আরজি করের সেমিনার রুমে চিকিৎসক তরুণীর উপর নির্মম অত্যাচার চালানো হয়। ধর্ষণের পর খুন করা হয় চিকিৎসককে। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। চিকিৎসকের ধর্ষণ, খুন-কাণ্ডের তদন্তভার এরপর কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইকে হস্তান্তর করে আদালত। সেই সঙ্গে আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুন: Sandip Ghosh: বেআইনি নির্মাণের অভিযোগ, সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পুরসভার দল

অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষকে জেরা সিবিআইয়ের অপরাধ দমন শাখার অফিসারদের...