Sandip Ghosh (Photo Credits: X)

আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) দুর্নীতি এবং তরুণী চিকিৎসক পড়ুয়া খুন এবং ধর্ষণের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে হাসপাতালে দুর্নীতি এবং তথ্যপ্রমাণ লোপাটেরের তদন্ত  চলাকালীন কলকাতা পুরনিগমের কাছে অভিযোগ জমা পড়ে, সন্দীপের বাড়ির একাংশ বেআইনি ভাবে নির্মিত। এবার সেই অভিযোগ খতিয়ে দেখতে সোমবার কলকাতা পুরসভার একটি দল পৌঁছল সন্দীপের বেলেঘাটার বাড়িতে। ধৃত সন্দীপের বাড়িতে পুরসভার অনুসন্ধানকারীদের তল্লাশি চলাকালীন এসে পৌঁছয় কলকাতা পুলিশের একটি দলও।

সন্দীপের বাড়ির একাংশ বেআইনি ভাবে নির্মিত, সেই অভিযোগ জানিয়ে কলকাতা পুরসভায় একাধিক অভিযোগ জমা পড়ে। এরপরেই নড়েচড়ে বসে কেএমসি (KMC) । অভিযোগের সত্যতা যাচাই করতেই এদিন দল পাঠায় পুরসভা। এর আগে গত ২৬ সেপ্টেম্বর পুরসভার তরফে একটি নোটিস পাঠানো হয়েছিল ধৃত সন্দীপের বাড়িতে।

আরজি করে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার পর থেকেই হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। হাসপাতালে দুর্নীতি থেকে শুরু করে চিকিৎসক খুনে তথ্যপ্রমাণ লোপাট সহ বিভিন্ন অভিযোগ ওঠে তৎকালীন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশ তদন্তে নেমে দুটি মামলাতেই সিবিআই গ্রেফতার করে সন্দীপকে। চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের মামলায় গ্রেফতার হন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলও।